Posts

Showing posts from September, 2023

দ্বাদশ শ্রেণির ইতিহাস সপ্তম অধ্যায়ঃ ঠান্ডা লড়াই যুগ।

Image
  Class-XII Sub-History সপ্তম অধ্যায়ঃ ঠান্ডা লড়াই যুগ।  Posted by- Abhisek Dutta 1. মনরো রীতি কী?  উঃ মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো 1823 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে এক ঘোষণায় বলে যে আমেরিকা আমেরিকাবাসীর জন্য। আমেরিকায় কোন ইউরোপীয় ব্যবস্থা কায়েম হলে আমেরিকা তা মেনে নেবে না। এই ঘোষণায় মনরো রীতি নামে পরিচিত।  2. ঠান্ডা লড়াই কী?  উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ধনতান্ত্রিক রাষ্ট্র জোট ও সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক রাষ্ট্রজোটের মধ্যে প্রকাশ্যে যুদ্ধ না ঘটলেও পারস্পারিক প্রতি অবিশ্বাস, সন্দেহ, ভীতি ও আশঙ্কা এক সংঘাতময় অশান্তির বাতাবরণ তৈরি করে যুদ্ধ নয়, শান্তি ও নয় বিশ্ব রাজনীতির এই অস্বস্তিকর পরিস্থিতি ঠান্ডা লড়াই নামে পরিচিত।  3. ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন?  উঃ 1947 খ্রিস্টাব্দের 16 এপ্রিল দক্ষিণ ক্যারোলিনা প্রদেশের কলম্বিয়া শহরে এক ভাষণে মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ প্রথম ঠান্ডা লড়াই কথাটি প্রকাশ্যে ব্যবহার করেন।  4. ফালটন বক্তৃতা কে কবে প্রদান করেন?  উঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1946 খ্রিস্টাব্দের 5 ম