Posts

Showing posts from December, 2020

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

Image
শ্রেণি-নবম * বিষয়- ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। ১ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ১) ফ্রেঞ্চ রেভোলিউশন গ্রন্থটি কার লেখা? উঃ থমাস কার্লের লেখা। ২) কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হত? উঃ পঞ্চদশ লুই। ৩) আর্থিক সঙ্কট দূর করার জন্য রাজা ষোড়শ লুই কাদের অর্থমন্ত্রী নিয়োগ করেন? উঃ তুর্গো, নেকার, ক্যালোন এবং ব্রিয়াঁ। ৪) প্রাক্-বিপ্লব ফ্রান্সের প্রচলিত কয়েকটি করের নাম লেখো। উঃ তেইলি(রাজাকে প্রদেয় কর), টাইথ(চার্চকে প্রদেয় কর) ক্যাপিটেশন (উৎপাদনভিত্তিক আয়কর), ভিটিংয়েমে(সম্পত্তি কর), গ্যাবেলা (লবণ কর), পেয়াজ (পথঘাট ব্যবহারের কর), এইদস(তামাক জাতীয় দ্রব্যের কর)। ৫) ফ্রান্সের অর্থনীতিকে 'ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' কে বলেছেন? উঃ অ্যাডাম স্মিথ। ৬) ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? উঃ অ্যাডাম স্মিথ। ৭) ফ্রান্সে বাধ্যতামূলক শ্রম দান কে কি বলা হত? উঃ করভি। ৮) লৎ এৎ ভেন্ডি কী? উঃ ফরাসি বিপ্লবের পুর্বে ফ্রান্সে প্রচলিত সম্পত্তি হস্তান্তরজনিত কর। ৯) অর্থলোলুপ নেকড়ে কাদের বলা হয়? উঃ ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারী ইনটেনডেন্টদের সাধারণ জনগণ অর্থলোলুপ নেকড়ে বলত। ১০)