উচ্চ মাধ্যমিক-2021 ইতিহাস বিষয়ের সাজেশন( H.S.- 2021 History Suggestion)
উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021 ১) মিথ ও লিজেন্ড কি? ইতিহাসের উপাদান হিসেবে তার গুরুত্ব লেখ। ২) জাদুঘর বা মিউজিয়াম কি? অতীত পুনর্গঠনে এর ভূমিকা লেখ। ৩) ক্যান্টন বাণিজ্য প্রথার বৈশিষ্ট্য ও পতনের কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। ৪) চীনের ৪ঠা মে আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ৫) চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। ৬) কোম্পানির আমলে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ৭) সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়/ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ। ৮) আলীগড় আন্দোলন সম্পর্কে যা জানো লেখ। ৯) জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ডের পটভূমি সম্পর্কে লেখ। এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। ১০) মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। এই সংস্কারের ত্রুটি গুলি উল্লেখ করো। ১১) ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল? এর প্রস্তাবগুলি কি ছিল? এই মিশন কেন ব্যর্থ হয়েছিল? ১২) ভিয়েতনামের মুক্তিসংগ্রামে হো চি মিন এর অবদান লেখ। ১৩) ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখ। প্রশ্ন উত্তর এবং নানান বিষয়ে জানতে ব্লগটি ফলো করুন। Posted by- Abhisek Dut...