মাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর- সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা-দ্বিতীয় অধ্যায়।
বিষয়-ইতিহাস * শ্রেণী-দশম
## ইতিহাসের পাঠশালা।
দ্বিতীয় অধ্যায়- সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা।
১) ভারতের প্রথম জাতীয় পত্রিকা কোনটি?
উঃ হিন্দু প্যাট্রিয়ট।
২) বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ উমেশচন্দ্র দত্ত।
৩) বাংলা ভাষার প্রথম সাময়িক পত্রিকা কোনটি?
উঃ সমাচার দর্পণ।
৪) 'হুতুম প্যাঁচার নকশা' বইটি কে রচনা করেন এবং কবে প্রকাশিত হয়?
উঃ কালীপ্রসন্ন সিংহ।
#১৮৬১ খ্রিঃ।
৫) নীলদর্পণ নাটকটির রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।
নীল বিদ্রোহের প্রেক্ষাপটে নাটকটি রচনা করেন।
৬) নীলদর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় এবং এটি ইংরেজিতে কে অনুবাদ করেন ও কে প্রকাশ করেন?
উঃ ১৮৬০ খ্রিঃ।
# অনেক গবেষকের মতে নীলদর্পণ নাটকটি মাইকেল-মধুসূদন-দত্ত ইংরেজিতে অনুবাদ করেন। ইংরেজ সরকারের শাস্তি এড়িয়ে যাওয়ার জন্য তিনি খ্রিষ্টান পাদরি রেভারেন্ড জেমস লং এর নামে প্রকাশিত হয়।
৭) কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় এবং এর প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উঃ গ্রামবার্তা প্রকাশিকা।
# হরিনাথ মজুমদার তিনি কাঙাল হরিনাথ নামে প্রসিদ্ধ ছিলেন।
৮) কোন চার্টার অ্যাক্ট এর মাধ্যমে এদেশের শিক্ষা খাতে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়?
উঃ ১৮১৩ খ্রিঃ।
৯) উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়?
উঃ ১৮৫৪ খ্রিঃ।
১০) হান্টার কমিশন কবে নিযুক্ত হয়?
উঃ ১৮৮২ খ্রিঃ।
১১) 'নর্মাল স্কুল' কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ কেশব চন্দ্র সেন। মেরি কার্পেন্টার নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন 1872 খ্রিস্টাব্দে।
১২) হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? এর সঙ্গে যুক্ত কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম লেখো।
উঃ ১৮১৭ খ্রিঃ।
# হিন্দু কলেজ প্রতিষ্ঠিতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বৈদ্যনাথ মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব প্রমুখ।
১৩) হিন্দু কলেজের বর্তমান নাম কি?
উঃ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
১৪) ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়?
উঃ রাজা রামমোহন রায় কে।
১৫) জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন অথবা সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়?
উঃ ১৮২৩ খ্রিঃ।
১৬)জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে স্থাপন করেন? এর বর্তমান নাম কি?
উঃ আলেকজান্ডার ডাফ।
# স্কটিশ চার্চ কলেজ।
১৭) ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ রাজা রাধাকান্ত দেব।
১৮) স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ খ্রিঃ।
১৯) 'অ্যাংলো-হিন্দু স্কুল' কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায় কলকাতাতে 815 সালে প্রতিষ্ঠা করেন।
২০) পটলডাঙ্গা একাডেমি কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ ডেভিড হেয়ার 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন এর বর্তমান নাম হেয়ার স্কুল।
২১) রাধাকান্ত দেব কে?
উঃ উনিশ শতকের কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের নেতা ছিলেন রাধাকান্ত দেব।
২২) শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন?
উঃ শ্রীরামপুর ত্রয়ী ছিলেন উইলিয়াম কেরি মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড।
২৩) ভারতের শিক্ষা ক্ষেত্রে 'চুইয়ে পড়া নীতির' প্রবর্তক কে?
উঃ টমাস ব্যাবিংটন মেকলে। তিনি জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সভাপতি ছিলেন।
২৪) মেকলে মিনিট কবে প্রবর্তিত হয়?
উঃ১৮৩৫ খ্রিঃ।
২৫) ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনাকার্টা বলা হয় কোন ঘটনাকে?
উঃ উডের ডেসপ্যাচ কে।
২৬) কলকাতায় মাদ্রাসা কে কখন গড়ে তোলেন?
উঃ ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা গড়ে তোলেন।
২৭) কে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন?
উঃ মতিলাল শীল।
২৮) কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৫৭ খ্রিঃ।
২৯) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
উঃ গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
৩০) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।
৩১) গোলদিঘির গোলামখানা কাকে বলা হত?
উঃ কলকাতা বিশ্ববিদ্যালয় কে।
৩২) কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম মহিলা স্নাতক কে ছিলেন?
উঃ কাদম্বিনী গাঙ্গুলী।
৩৩) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায়।
৩৪) মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩৫) ব্রাহ্মসমাজ কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায়।
#১৮২৮ খ্রিঃ।
৩৬) তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেন?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
৩৭) সতীদাহ প্রথা কবে রদ হয়?
উঃ ১৮২৯ খ্রিঃ।
৩৮) সতীদাহ প্রথা নিবারণ আইন কে পাস করেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।
৩৯) তিন আইন কবে পাস হয়?
উঃ ১৮৭২ খ্রিঃ।
৪০) ভারতীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ কেশব চন্দ্র সেন।
৪১) বিধবা বিবাহ আইন কবে কে পাস করেন?
উঃ 1856 খ্রিস্টাব্দে।
#লর্ড ক্যানিং।
৪২) 'স্বদেশের প্রতি' বা To India My Native Land কার লেখা?
উঃ ডিরোজিও।
৪৩) Notes on Bengal Renaissance কার লেখা?
উঃ সুশোভন সরকার।
৪৪) History of Bengal কার লেখা?
উঃ যদুনাথ সরকার।
৪৫) ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ লর্ড ওয়েলেসলি।
৪৬) নব্য বেদান্ত বাদ কে প্রচার করেন?
উঃ স্বামী বিবেকানন্দ।
৪৭) কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮৯৭ খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
৪৮) কবে স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতা দেন?
উঃ ১৮৯৩ খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর।
৪৯) এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে ।
৫০) কে মনে করতেন পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করে নবভারত গড়ে উঠবে?
উঃ রাজা রামমোহন রায়।
Posted by- Abhisek Dutta
Assistant Teacher
© ABHISEK DUTTA
এই অধ্যায়ের বিষয় বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।
https://www.youtube.com/channel/UCj8KZK_eysK_zYaHhQzFhbQ
🙏 Thank You🙏
Very helpful
ReplyDelete